ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘নতুন সংবিধান দিয়ে শহিদদের রক্তের বদলা নেব’

২০২৫ মার্চ ১৫ ২০:৪৯:৩২
‘নতুন সংবিধান দিয়ে শহিদদের রক্তের বদলা নেব’

ডুয়া ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, আমাদের সামনে কিছু অসমাপ্ত লড়াই রয়েছে। বিশেষত গণপরিষদ নির্বাচন, সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রণয়ন। নতুন সংবিধান তৈরির মাধ্যমে মুজিববাদী ছায়া যা বাংলাদেশে বিরাজমান তা বিলুপ্ত হবে। তিনি আরও বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শহিদ এবং আহত ভাইদের রক্তের বদলা নতুন সংবিধান প্রণয়ন দ্বারা নেয়া হবে।

শনিবার বিকালে ঢাকার যমুনা ফিউচার পার্কের নবাব কনভেনশন হলে ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন, ‘প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ’ (পুসাব) এই ইফতার আয়োজন করে।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামীতে আরো ঐক্যবদ্ধভাবে আন্দোলন করা হবে, যেমনটি জুলাই-আগস্ট আন্দোলনে হয়েছিল। তিনি আরও বলেন, ভবিষ্যতে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এবং জাতীয় নাগরিক পার্টিতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা থাকবে।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাহসিকতার সাথে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এবং তিনি ভবিষ্যতেও তাদের এই সাহস ধরে রাখতে আহ্বান জানান। তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার পথে শহিদদের অবদানকে কখনো ভুলে যাওয়া উচিত নয় এবং সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তাসনিম জারা আরও বলেন, যদি সবাই একসাথে কাজ করে বাংলাদেশ কখনো আগের অবস্থানে ফিরে যাবে না। তরুণ এই রাজনীতিবিদ এক নতুন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়া পুসাবের প্রতিষ্ঠাতা স্থায়ী সদস্য আবদুল্লাহ মাহফুজ জাকারিয়া এবং স্থায়ী সদস্য তাহসিন রিয়াজের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন
ট্যাগ:

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে