ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’

২০২৫ মার্চ ১৫ ১৯:১১:১৮
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ প্রসঙ্গে ট্রাম্প বললেন ‘মজা করছিলাম’

ডুয়া ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার বিষয়ে তার পূর্বের মন্তব্য ছিল একটু মজার। তবে তিনি এখনও দাবি করছেন যে এই সংঘাতের সমাধান তিনি দ্রুত করতে পারবেন।

সম্প্রতি ‘ফুল মেজার’ নামে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একটি ক্লিপ প্রকাশিত হয়েছে। সেখানে ট্রাম্পকে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি যখন এটি বলেছিলাম তখন কিছুটা মজা করছিলাম। তবে আমি যা বোঝাতে চেয়েছিলাম তা হলো—আমি এই যুদ্ধ থামাতে চাই এবং আমি বিশ্বাস করি, আমি এটা করতে পারব।"

ট্রাম্প প্রায়ই অতিরঞ্জিত দাবি করে থাকেন, তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করার বিষয়ে তার মন্তব্যটি তিনি এখন মজা হিসেবে স্বীকার করেছেন, যা বিরল ঘটনা।

ট্রাম্প প্রথম ২০২৩ সালের মে মাসে সিএনএনের টাউন হলে দাবি করেছিলেন যে তিনি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান করবেন। সে সময় তিনি বলেছিলেন, "রুশ-ইউক্রেনীয়রা মারা যাচ্ছে। আমি চাই তারা আর মারা না যাক। আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে সমাধান করব।"

এরপর গত বছরের সেপ্টেম্বরে এক প্রেসিডেন্ট বিতর্কেও তিনি একই মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, "আমি প্রেসিডেন্ট হলে দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে তাদের এক জায়গায় আনব।"

এদিকে গত সপ্তাহে রাশিয়ার মস্কো সফর করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। মস্কোতে তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেন। তবে এখনো তারা কোনও যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে সক্ষম হননি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে