ঢাকা, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১

বাংলাদেশের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : জাতিসংঘ মহাসচিব

২০২৫ মার্চ ১৫ ১৭:৩৮:৫১
বাংলাদেশের সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : জাতিসংঘ মহাসচিব

ডুয়া ডেস্ক: জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার রক্ষা ও সংস্কারের প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই।

শনিবার (১৫ মার্চ) ঢাকায় জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনকালে গুতেরেস এই মন্তব্য করেন।

তিনি বলেন, “বাংলাদেশের আতিথেয়তায় আমি মুগ্ধ। সংকটময় পরিস্থিতিতে জাতিসংঘ বাংলাদেশকে সমর্থন জানাবে। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণের উদারতা আমি প্রশংসা করি।”

ঢাকায় জাতিসংঘের কর্মীদের উদ্দেশে গুতেরেস আরও বলেন, “বাংলাদেশে জাতিসংঘের কোনো পৃথক অ্যাজেন্ডা নেই। আমাদের লক্ষ্য হল বাংলাদেশ এবং এর জনগণকে সহযোগিতা করা।”

গুতেরেস ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন। অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর