ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’

২০২৫ মার্চ ১৫ ১৬:৪১:০১
‘আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড’

ডুয়া ডেস্ক: বিভিন্ন রাজনৈতিক দল এবং নেতাদের মধ্যে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নানা ধরনের আলোচনা এবং উদ্বেগের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছেন। সখোনে তিনি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে পোস্ট করেন। পোস্টে তিনি লিখেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড,"

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের পর শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে নাকি গত ১৬ বছরের অপরাধের জন্য দলটি শাস্তি পাবে? এমনকি দলটিকে নিষিদ্ধ করারও সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা যাচ্ছে। কিছু রাজনৈতিক দল অভিযোগ তুলেছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা চলছে। হাসনাত আবদুল্লাহ তার ফেসবুক পোস্টে এমন ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক করেছেন এবং বলেছেন, "যে পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পথ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে।"

এছাড়া ছাত্রদের নেতৃত্বাধীন দলের দাবি, আওয়ামী লীগের বিচারের আগে যাতে কোনো নির্বাচন না হয়। যদি নির্বাচন হয় তবে আওয়ামী লীগ যেন কোনোভাবেই তাতে অংশ নিতে না পারে। এই পরিস্থিতিতে শনিবার দুপুরে হাসনাত আবদুল্লাহ তার ফেসবুকে লিখেছেন, "আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড।" এই পোস্টটি মুহূর্তেই সাড়া ফেলেছে এবং অনেকেই ধারণা করছেন শিগগিরই আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক দলগুলো একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। এর মধ্যে নিষেধাজ্ঞার বিষয়টিও আসতে পারে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে