ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৫

২০২৫ মার্চ ১৫ ১৫:২৩:০৭
ছিনতাইয়ের চেষ্টাকালে আটক ৫

ডুয়া নিউজ : সম্প্রতি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেড়েছে চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ, খুনসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম। এগুলো বন্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে প্রশাসন, চলছে ব্যাপক ধরপাকড়। এবার রাজধানীর তেজগাঁও, মিরপুর ও উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে পাঁচ পেশাদার ছিনতাইকারীকে আটক করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এ সময় তাদের কাছ থেকে নগদ এক লাখ ২০০ টাকা, তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার ও একটি মানিব্যাগ জব্দ করা হয়েছে।

আজ শনিবার (১৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত ছিনতাইকারীরা হলেন— মো. সাজ্জাত হোসেন ওরফে সাগর (৪২), মো. ওয়াসিম আকরাম (৩৫), মো. সুমন (৩০), মো. সুলতান মাহমুদ খান (৪৫) ও মোহাম্মদ শান্ত (২৯)।

কমিশনার তালেবুর রহমান জানান, “শুক্রবার (১৪ মার্চ) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে তেজগাঁও থানার সাতরাস্তা ক্রসিংয়ের উত্তর সিগন্যালে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক তেজগাঁও জোনের সার্জেন্ট মো. সোহরাব হোসাইন। এ সময় বাসে যাত্রী ওঠানোর মুহূর্তে কয়েকজন ছিনতাইকারী এক ব্যক্তির কাছে থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে সার্জেন্ট সোহরাব উপস্থিত জনসাধারণের সহযোগিতায় ধাওয়া করে তিনজনকে আটক করেন। তাদের কাছ থেকে ছিনতাইকৃত এক লাখ টাকা উদ্ধার করা হয়।”

এদিকে শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে মিরপুর সাড়ে ১১ নম্বরের সেতারা টাওয়ারের সামনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক মিরপুর-জোনের সার্জেন্ট মো. রবিন রানা। এক পথচারীর চিৎকার শুনে তিনি দ্রুত সেখানে ছুটে যান এবং ছিনতাইয়ের চেষ্টাকালে সুলতান মাহমুদ খান নামে একজনকে ধরে ফেলেন।

অন্যদিকে, রাত ১২টা ১০ মিনিটে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনসাধারণের সহায়তায় মোহাম্মদ শান্ত নামে একজনকে আটক করেন ট্রাফিক উত্তরা-পূর্ব জোনের সার্জেন্ট শাহাদাত হোসেন শান্ত। এ সময় তার কাছ থেকে তিন পুরিয়া হেরোইন, একটি স্ক্রু ড্রাইভার, নগদ দুইশ টাকা ও একটি ছিনতাইকৃত মানিব্যাগ উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে