ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

চলমান সংস্কারে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ প্রকাশ

২০২৫ মার্চ ১৫ ১৩:১২:২৬
চলমান সংস্কারে জাতিসংঘ মহাসচিবের সন্তোষ প্রকাশ

ডুয়া ডেস্ক : বাংলাদেশে চলমান সংস্কারে সন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, বাংলাদেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ। একই সঙ্গে তিনি চলমান সংস্কারে সন্তোষ প্রকাশ করে বলেন, গণতন্ত্র এবং মানবাধিকারের মত চলমান সংস্কারগুলো এগিয়ে নিতে হবে।

আজ শনিবার (১৫ মার্চ) রাজধানীতে নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শন করতে গিয়ে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন।

নতুন জাতিসংঘ কমন প্রাঙ্গণ পরিদর্শনের পূর্বে তিনি জাতিসংঘ কান্ট্রি টিম (ইউএনসিটি) বাংলাদেশের সঙ্গে একটি বৈঠকে অংশগ্রহণ করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে