ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

তনুর গ্রাফিতির উপর মেহজাবিনের পোস্টার : নিন্দার ঝড় ঢাবিতে

২০২৪ ডিসেম্বর ১৮ ১৯:২৭:১১
তনুর গ্রাফিতির উপর মেহজাবিনের পোস্টার : নিন্দার ঝড় ঢাবিতে

ডুয়া প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির ডাস চত্বরে নৃশংস ভাবে ধর্ষণ এবং খুন হওয়া সোহাগী জাহান তনুর গ্রাফিতির ওপর নিজ হাতে প্রিয় মালতী চলচিত্রের পোস্টার সাঁটিয়ে দেন অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এরপরই নিন্দার ঝড় উঠেছে ঢাবিতে।

বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি তে চলচ্চিত্রের প্রমোশনের অংশ হিসাবে পোস্টারিং কার্যক্রমের জন্য আসেন প্রিয় মালতি চলচ্চিত্রের পরিচালক শঙ্খদাস গুপ্ত ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী।

দেশের একটি গনমাধ্যম পুরো বিষয়টি সে সময় সরাসরি ফেসবুকে সম্প্রচার করছিল। সরাসরি ওই ফেসবুক লাইভে দেখা যায় নিজ হাতে পোস্টার সাঁটিয়ে দিচ্ছেন অভিনেত্রী। যদিও সমালোচনার মুখে পড়ার পর ফেসবুক লাইভ টি ডিলিট করে দেয়া হয়।

কিন্তু লাইভটির স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে প্রচারিত হতে থাকে সাথে সাথেই হতে থাকে নিন্দা ও সমালোচনা । সে সকাল পোস্টে মন্তব্যের ঘরে শিক্ষার্থীরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করতে থাকেন।

তালহা জুবায়ের সিয়াম নামে একজন মন্তব্য করেন, এরাই নাকি সারাদিন ফেমিনিজমের গালগল্প করে কিন্তু বোন তনুর ওপর যেই নির্যাতন হয়েছে সেইটা জানেনা। মেহজাবিনের নিজে এসে এটা উঠানো লাগবে নাহলে তাকেও সোশালি বয়কটের ডাক দিতে হবে।

হুমায়রা জিম নামে আরেক শিক্ষার্থী বলেন, ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হোক এই ২৪ ঘন্টা পোস্টার পাহারা দেয়া হবে। কেউ ছিড়লে আবার ঠিক করা হবে। যারা লাগাইছে তাদেরই তুলতে হবে।বিশ্ববিদ্যালয়ে সিনেমার পোস্টার লাগানোর অনুমতি কে দিল।

প্রসঙ্গত,১৯ বছর বয়সী তনু কুমিল্লা সরকারি ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডে চাকরিরত ছিলেন।২০১৬ সালের ২০শে মার্চ তনুর মৃতদেহ কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায়। প্রাইভেট টিউটরের কাছে এক বাসায় পড়তে গিয়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।তনু হত্যাকাণ্ড" সমগ্র বাংলাদেশে আলোড়ন তুলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে প্রচণ্ড আলোচনা হয়। সমগ্র বাংলাদেশে শিক্ষার্থীরা নিজেদের ক্যাম্পাসে বিচারের দাবীতে আন্দোলন করে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে