ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

দুই শেয়ার নিয়ে বড় হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

২০২৫ মার্চ ১৫ ১১:২০:১৬
দুই শেয়ার নিয়ে বড় হতাশায় শেয়ারবাজারের বিনিয়োগকারীরা

ডুয়া নিউজ: শেয়ারবাজারের বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে ধারাবাহিক লোকসানে রয়েছেন। বেশিরভাগ বিনিয়োগকারী তাদের বিনিয়োগ হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে গেছেন।

যারা এখনও শেয়ারবাজারে কোন রকমে টিকে রয়েছেন, তারা আশায় ছিলেন যে অন্তবর্তী সরকারের সময় বাজার চাঙ্গা হবে এবং তারা তাদের লোকসান অতিক্রম করে মুনাফা পাবেন। কিন্তু এই আশা এখনো অপূর্ণ। বরং প্রতি সপ্তাহে অথবা প্রতি মাসেই তাদের লোকসান আরও বাড়ছে। এসব লোকসানের পেছনে কোন যুক্তিসংগত কারণও দেখা যাচ্ছে না।

চলতি মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে দুটি কোম্পানির শেয়ারে বিনা কারণে পতন ঘটেছে। কোম্পানিগুলি হলো: আলিফ ইন্ডাষ্ট্রিজ এবং মিডল্যান্ড ব্যাংক।

আলিফ ইন্ডাষ্ট্রিজ: ২০২৪ সালের ১৬ জানুয়ারিতে আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ার দাম ছিল ৯৬ টাকার উপরে। এরপর থেকে শেয়ারটির দাম ধারাবাহিকভাবে কমতে থাকে। গত ২ মার্চ, ২০২৪ তারিখে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ৮০ টাকা ১০ পয়সা। তারপরও এর দাম পতনে থাকে, এবং গত দুই সপ্তাহে শেয়ারটির দাম কমে ৬৫ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। এই পতন দেখাচ্ছে যে, দুই মাসের ব্যবধানে দাম প্রায় ৩২ শতাংশ কমেছে এবং গত দুই সপ্তাহে পতন হয়েছে ১৮ শতাংশ।

আলিফ ইন্ডাষ্ট্রিজের শেয়ারটি ‘এ’ ক্যাটাগরির এবং সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৫০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৯৮ পয়সা।

মিডল্যান্ড ব্যাংক: ২০২৪ সালের ৬ জানুয়ারিতে মিডল্যান্ড ব্যাংকের শেয়ার দাম ছিল ৩৫ টাকা। এরপর থেকে শেয়ারটির দাম কমতে থাকে, এবং ২ মার্চ, ২০২৪ তারিখে শেয়ারটির উদ্বোধনী দাম ছিল ২১ টাকা ১০ পয়সা। গত দুই সপ্তাহে শেয়ারটির দাম আরও পতন হয় এবং সর্বশেষ ১৬ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। এতে দেখা যায়, দুই মাসের ব্যবধানে শেয়ারটির দাম কমেছে ৫২ শতাংশ এবং গত দুই সপ্তাহে দাম কমেছে ১৭ শতাংশ।

মিডল্যান্ড ব্যাংক ‘বি’ ক্যাটাগরির শেয়ার। সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮ পয়সা।

এই দুই কোম্পানির বিনিয়োগকারীরা বর্তমানে বড় ধরনের লোকসান মুখে পড়েছেন এবং শেয়ারবাজারের পরিস্থিতি তাদের জন্য বড় হতাশায় নিপতিত হয়েছে। অথচ কোম্পানিটি দুটির শেয়ার দাম এভাবে অস্বাভাবিক পতন হওয়ার কোন যুক্তিসংগত কারণ বা তথ্য নেই।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে