ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

ট্রাম্পের অনুরোধ

ইক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন

২০২৫ মার্চ ১৫ ১০:৩৮:২৫
ইক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে বললেন পুতিন

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘হাজার হাজার ইউক্রেনীয় সেনার’ জীবন বাঁচানোর অনুরোধ করেছেন। মার্কিন প্রেসিডেন্টের এই অনুরোধের পর রুশ প্রেসিডেন্ট শুক্রবার (১৪ মার্চ) রাশিয়ার কুরস্ক অঞ্চলে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। খবর রয়টার্সের।

তিনি বলেছেন, "যারা অস্ত্র ফেলে আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে এবং তাদের সঙ্গে মর্যাদাপূর্ণ আচরণ করা হবে।"

রুশ টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, "আমরা আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিবৃতি পর্যালোচনা করেছি। আমরা তার আহ্বানের প্রতি সহানুভূতিশীল। যারা আত্মসমর্পণ করবেন, তাদের জীবনের নিশ্চয়তা দেওয়া হবে।"

একই সঙ্গে তিনি ইউক্রেনের নেতৃত্বকেও তাদের সেনাদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন নিয়ে সৌদি আরবে আলোচনার সময় কিয়েভ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এর পরপরই পুতিনের কাছে ট্রাম্পের এই বিবৃতি পৌঁছায়। যদিও ক্রেমলিন আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করেনি, তবে পুতিন নীতিগতভাবে এই প্রস্তাবকে সমর্থন জানান। তবে তিনি রাশিয়ার আংশিকভাবে অধিকৃত কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় সেনাদের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও স্বীকার করেছেন যে, কুরস্কে তাদের সেনারা চাপে রয়েছেন।

গত আগস্টে কিয়েভ কুরস্ক সীমান্ত অতিক্রম করে অভিযান শুরু করে। অনেক বিশ্লেষক মনে করেন, এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রাশিয়ায় কোনো বিদেশি সেনাবাহিনীর করা সবচেয়ে বড় অভিযান। এর প্রতিক্রিয়া হিসেবে মস্কো পাল্টা আক্রমণ শুরু করেছে।

কুরস্কে রাশিয়ার পাল্টা আক্রমণে ইউক্রেনের দখল করা বেশির ভাগ অঞ্চল পুনরুদ্ধার করে নিয়েছে পুতিনের সেনারা। তবে এই পরিস্থিতি সম্ভবত শান্তি আলোচনায় মস্কোর ওপর কিয়েভের দর-কষাকষির সুযোগকে সংকুচিত করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে