ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বাতিলের সুপারিশ প্রত্যাখ্যান

২০২৪ ডিসেম্বর ১৮ ১৮:১৬:৩২
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার বাতিলের সুপারিশ প্রত্যাখ্যান

ডুয়া নিউজ: বিসিএস সাধারণ শিক্ষাকে ক্যাডার বহির্ভূত করার সুপারিশ প্রত্যাখ্যান করেছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন।

বুধবার (১৮ ডিসেম্বর) সংগঠনটি এক প্রতিবাদপত্রে এই সুপারিশের প্রতি তাদের বিরোধিতা জানায়।

বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মো. সিরাজুল ইসলাম এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ তাজিব উদ্দিন সই করা যৌথ প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী ও কমিশনের সদস্যসচিব মো. মোখলেস উর রহমান শিক্ষা ও স্বাস্থ্য বিভাগকে ‘ক্যাডারের’ তালিকা থেকে বাদ দেওয়ার সুপারিশ করেছেন।

প্রতিবাদপত্রে বলা হয়েছে, “বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৬ হাজার সদস্যের একক মুখপাত্র হিসেবে আমরা এই সুপারিশকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করছি। ২০১২ সালে এ ধরনের একটি প্রচেষ্টা প্রতিহত করা হয়েছিল এবং এখন এটি একটি নিষ্পত্তির বিষয়।”

এছাড়া কমিশনের কার্যক্রমকে বৈষম্যবিরোধী মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করে তারা আরও দাবি করেন, এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার কার্যকরভাবে বাস্তবায়িত হবে না।

প্রতিবাদপত্রে আরো বলা হয়েছে, কমিশনের নেতৃত্ব শিক্ষা ক্যাডারের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে আলোচনা না করে এই প্রস্তাবনা তৈরি করা এবং গণমাধ্যমে একতরফাভাবে প্রচার করা অবিবেচনাপ্রসূত। তারা সরকারকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টির তদন্ত দাবি করেন।

এ ধরনের সিদ্ধান্তের ফলে শিক্ষা কার্যক্রম ও পরিচালনায় স্থবিরতা সৃষ্টি হলে সংগঠনটি কোনোরূপ দায় নিতে প্রস্তুত নয়। তারা ক্যাডার সংকোচন ও শিক্ষাকে মেধাশূন্য করার এই প্রচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং অবিলম্বে এই উদ্যোগ বন্ধ করার আহ্বান জানান।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে