ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শেয়ারবাজার উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানালেন বিএসইসি চেয়ারম্যান

২০২৫ মার্চ ১৪ ২২:২৪:০৪
শেয়ারবাজার উন্নয়নে একত্রে কাজ করার আহ্বান জানালেন বিএসইসি চেয়ারম্যান

ডুয়া নিউজ: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেছেন, শেয়ারবাজারের উন্নয়নে সকলকে একত্রে কাজ করতে হবে।

তিনি বলেন, “শেয়ারবাজারকে অর্থনৈতিক উন্নতির পথে এগিয়ে নিতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

শুক্রবার (১৪ মার্চ) ঢাকার ক্লাবে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

রাশেদ মাকসুদ আরও বলেন, “রমজান মাসের শিক্ষা আমাদের জীবনে প্রয়োগ করতে হবে। সংযমী জীবনযাপন করলে আমরা অনেক কিছু অর্জন করতে পারব। রমজানের শিক্ষা যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি, তবে তা আমাদের জন্য উপকারী হবে।”

সিএমজেএফের সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া অনষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আবু আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, বিএসইসির কমিশনার আলী আকবর, ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মোমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আইসিবি চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ বলেন, "আজ থেকে দুই দশক আগে গণমাধ্যমে অর্থনৈতিক বিষয়াদি, বিশেষ করে শেয়ারবাজার সম্পর্কিত সংবাদ এবং ফিচার তেমন গুরুত্ব পেত না। কিন্তু এখন প্রতিটি গণমাধ্যম শেয়ারবাজার এবং অর্থনীতিকে যথাযথ গুরুত্ব দিচ্ছে। এটি আমাদের উন্নয়ন এবং সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে