ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ঢাবির জাতীয়তাবাদী চারুশিল্পীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

২০২৫ মার্চ ১৪ ১৯:৫৬:৫৭
ঢাবির জাতীয়তাবাদী চারুশিল্পীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল চারুকলা অনুষদের উদ্যোগে জাতীয়তাবাদী চারুশিল্পীদের মতবিনিময়, ইফতার এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার (১৪ মার্চ ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের বরেণ্য শিল্পী অধ্যাপক ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম চঞ্চল, শিল্পী রুস্তম আলী প্রামাণিক, শিল্পী ড. আব্দুল মতিন তালুকদার এবং শিল্পী দেবাশীষ পাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা সাদা দলের আহ্বায়ক শিল্পী ইসরাফিল রতন। শিল্পী একেএম কাওসার হাসান টগর, শিল্পী মো. আব্দুল আজিজ এবং মেরাজী আশা ঐশীর সঞ্চালনায় পরিচালিত সভায় বাংলাদেশের জাতীয়তাবাদী শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন এবং সকলে তাদের মতামত প্রকাশ করেন। তারা সকলে জাতীয়তাবাদী শিল্পীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

বিএনপি কেন্দ্রীয় গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ইউনিভার্সিটি টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ- ইউট্যাবের মহাসচিব এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান এবং চারুকলা সাদা দলের সাবেক আহ্বায়ক শিল্পী ড. শেখ মনির উদ্দিন জুয়েল মানবতাবাদী সংগঠন জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর ডিরেক্টর মনোনীত হওয়ায় এই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়।

উল্লেখ্য যে, বিগত ফ্যাসিস্ট সরকারবিরোধী দীর্ঘ আন্দোলন-সংগ্রামে বিএনপির এই দুই নেতা রাজপথে থেকে তাদের বলিষ্ঠ নেতৃত্বদানের মাধ্যমে আন্দোলন সচল রাখতে জোরালো ভূমিকা রাখার পাশাপাশি জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর আর্ত-মানবতার সেবামূলক কর্মকান্ডে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। মতবিনিময় এবং সংবর্ধনা শেষে সকলে মিলে ইফতার অনুষ্ঠানে মিলিত হয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে