ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নিরাপত্তা জোরদার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়

২০২৫ মার্চ ১৪ ১৭:১৩:৫৪
নিরাপত্তা জোরদার তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায়

ডুয়া ডেস্ক: তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গীর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে আজ (১৪ মার্চ) শুক্রবার। ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে মাদ্রাসাটির প্রাক্তন শিক্ষার্থী ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এদিকে উপদেষ্টা মাহফুজ আলমের আগমনের সন্নিকটে মাদ্রাসা ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আজ বিকেল ৪টার পর থেকে টঙ্গী পশ্চিম থানার পুলিশ একটি দল মাদ্রাসা প্রাঙ্গণে উপস্থিত রয়েছে। প্রশাসনের অনুরোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার এসআই হানিফ।

তিনি বলেন, "তা’মীরুল মিল্লাত মাদ্রাসা প্রশাসন আমাদের কাছে সহযোগিতা চেয়েছে। এখানে গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত থাকবেন তাই আমরা নিরাপত্তার দায়িত্ব পালন করছি।"

এদিকে মাহফুজ আলমের আগমনের বিরুদ্ধে কিছু শিক্ষার্থী সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করলেও তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক শিক্ষার্থীদের শান্ত থাকতে আহ্বান জানিয়েছেন। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, "মাহফুজ আলম আমাদের মিল্লাতের প্রাক্তন শিক্ষার্থী। তাকে যথাযথ সম্মান দেওয়া উচিত।"

এছাড়া মাহফুজ আলম তা’মীরুল মিল্লাতের একজন প্রাক্তন শিক্ষার্থী হলেও তার সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে মাদ্রাসার বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মাহফুজ আলমের আগমনের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাদ্রাসা প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে