ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার ওএসডি

২০২৪ ডিসেম্বর ১৮ ১৭:৫৮:০৫
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার ওএসডি

ডুয়া নিউজ:ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে গত ২১ অক্টোবর পদত্যাগপত্র জমা দিয়েছিলেন অধ্যাপক তপন কুমার। তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে এক পত্রে ঢাকা শিক্ষা বোর্ড থেকে তাকে প্রত্যাহার করে অন্য কোন স্থানে পদায়নের আবেদন করেছিলেন।

তার পদত্যাগত্র জমা দেওয়ার পর তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেয়নি শিক্ষা মন্ত্রণালয়। পদত্যাগের প্রায় দুই মাস পর অবশেষে অধ্যাপক তপন কুমার সরকারকে ঢাকা শিক্ষা বোর্ড থেকে সরিয়ে নিলো শিক্ষা মন্ত্রণালয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে