ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

জুলাই হামলায় ঢাবির ৭০ শিক্ষক শনাক্তের তথ্য ঠিক নয়

২০২৫ মার্চ ১৪ ১৬:১২:৩৮
জুলাই হামলায় ঢাবির ৭০ শিক্ষক শনাক্তের তথ্য ঠিক নয়

ডুয়া ডেস্ক: গত বছরের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে 'ঢাবিতে ১৫ জুলাই হামলা: ৭০ জন শিক্ষক ও ১২২ শিক্ষার্থী শনাক্ত' শিরোনামে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। তবে এ খবরের প্রতি প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার (১৪ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানায়।

বিজ্ঞপ্তিতে তথ্যানুসন্ধান কমিটির আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক সুপণ বলেছেন, "কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশিত 'ঢাবিতে ১৫ জুলাই হামলা: ৭০ জন শিক্ষক ও ১২২ শিক্ষার্থী শনাক্ত' শিরোনামে '৭০ জন শিক্ষক শনাক্ত' অংশটি সঠিক নয়।"

তিনি আরও বলেন, জুলাই মাসের কোটা আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সত্তরের অধিক শিক্ষককে আন্দোলনের বিরুদ্ধে অবস্থান, পোশাক, ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কটূক্তি এবং বৈষম্যমূলক আচরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনে। কিছু শিক্ষার্থী এসব অভিযোগ তথ্যানুসন্ধান কমিটির কাছে প্রেরণ করলেও সেগুলো তদন্তের জন্য আলাদা কমিটি গঠন করা হয়েছে এবং কমিটির প্রতিবেদনে এসব অভিযোগ ছিল না।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে