ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কাল শেষ হচ্ছে ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন

২০২৫ মার্চ ১৪ ১৬:০০:০৮
কাল শেষ হচ্ছে ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন

ডুয়া ডেস্ক: দেশের ১৯টি সাধারণ ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া আগামীকাল শনিবার (১৫ মার্চ) শেষ হবে। আবেদন শুরু হয়েছিল ৫ মার্চ। ভর্তি পরীক্ষা আগামী ২৫ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য—এই তিন ইউনিটে (এ, বি ও সি) পরীক্ষা নেওয়া হবে। সেকেন্ড টাইমে ভর্তি পরীক্ষা দেওয়ারও সুযোগ রাখা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ এপ্রিল ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা হবে, ২ মে ‘বি’ ইউনিট এবং ৯ মে অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত হবে। ৯ মে বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা নেওয়া হবে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণের শেষ সময় ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

২০২০, ২০২১ ও ২০২২ সালের এসএসসি/সমমান এবং ২০২৩ ও ২০২৪ সালের এইচএসসি/সমমান, ডিপ্লোমা-ইন-কমার্স, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল), ‘এ’ লেভেল এবং অন্যান্য সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ইউনিটভিত্তিক আবেদনযোগ্যতা হলো:

ইউনিট ‘এ’: বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ সর্বমোট জিপিএ ৭.৫০ হতে হবে।

ইউনিট ‘বি’: মানবিক শাখা থেকে উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে।

ইউনিট ‘সি’: বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণদের জন্য এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ সর্বমোট জিপিএ ৬.৫০ থাকতে হবে।

আবেদন ফি ১,৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগে ব্যবহারিক পরীক্ষা (ড্রয়িং) থাকলে অতিরিক্ত ৫০০ টাকা ফি দিতে হবে।

আবেদনের সময়সীমা ১৫ মার্চ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত। আবেদনকারীকে পরীক্ষাকেন্দ্র নির্বাচন করতে হবে। তবে সময়সীমা শেষে পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না। ১৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য ও নির্দেশিকা [www.gstadmission.ac.bd](http://www.gstadmission.ac.bd) ওয়েবসাইটে পাওয়া যাবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে