ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কতদিন ক্ষমতায় থাকবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার? জানা গেল

২০২৫ মার্চ ১৪ ১৫:৪১:১১
কতদিন ক্ষমতায় থাকবে সিরিয়ার অন্তর্বর্তী সরকার? জানা গেল

ডুয়া ডেস্ক : সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা অস্থায়ী সংবিধানে স্বাক্ষর করেছেন। গত জানুয়ারিতেই বাতিল করা হয়েছে আগের সংবিধান বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বাক্ষরিত অস্থায়ী সংবিধানে বলা আছে, ইসলামপন্থি শাসনে চলবে সিরিয়া। এই অস্থায়ী সংবিধান পাঁচ বছরের জন্য কার্যকর হবে। খবর রয়টার্সের।

দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা আগেই জানিয়ে দিয়েছিলেন যে প্রেসিডেন্ট নির্বাচন দিতে ৪-৫ বছর লাগতে পারে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের পাঁচ বছর পর্যন্ত এই অস্থায়ী সংবিধান কার্যকর থাকবে বলে জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। এর মধ্য দিয়ে ব্যাপক আক্রমণ চালিয়ে বাশার আল-আসাদের সরকারকে উৎখাত করার তিন মাস পর সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করা হলো। এবার স্থায়ী সংবিধানের জন্য আরেকটি কমিটি করা হবে।

সাংবিধানিক ঘোষণাপত্রে স্বাক্ষর করার সময় আল-শারা বলেন, ‘এটি সিরিয়ার জন্য একটি নতুন ইতিহাসের সূচনা করবে বলে প্রত্যাশা করছি। এর মাধ্যমে আমরা নিপীড়নের পরিবর্তে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব।’

দুই সপ্তাহের কম সময় আগে একটি কমিটি করে এই ঘোষণাপত্র বানানোর নির্দেশ দেন শারা।

আগের সংবিধানের কিছু বিষয় নতুন অস্থায়ী সংবিধানেও রয়েছে জানিয়ে সংবিধান খসড়া কমিটির সদস্য আব্দুল হামিদ আল-আওয়াক জানান, এর মধ্যে রয়েছে, রাষ্ট্রপ্রধানকে মুসলিম হতে হবে এবং আইনশাস্ত্রের প্রধান উৎস হিসেবে ইসলামি আইন প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা এবং নারীদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে এতে। এই সংবিধানে বেশি মনোযোগ থাকবে অন্তর্বর্তী সময়ে ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর। এর লক্ষ্য হবে পূর্ববর্তী বাশার আল-আসাদ সরকারের অধীনে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করা।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে