ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

১৭৮ যাত্রী নিয়ে বিমানে অগ্নিকাণ্ড

২০২৫ মার্চ ১৪ ১৪:৪৪:৪৯
১৭৮ যাত্রী নিয়ে বিমানে অগ্নিকাণ্ড

ডুয়া ডেস্ক : যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে, তবে ক্রু সদস্যসহ ১৭৮ জন যাত্রী নিরাপদে সরে যেতে সক্ষম হন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ডালাসগামী এই বিমানে অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় আতঙ্কিত যাত্রীরা বিমানের ডানার ওপরে উঠে আসেন। ১২ জন যাত্রী আহত হওয়ায় তাদের হাসপাতালে নেয়া হয়। বিমান সংস্থার এক মুখপাত্র জানান, আমেরিকান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি কলোরাডো স্প্রিংস থেকে ছেড়ে ডালাস ফোর্ট ওয়ার্থ বিমানবন্দরের উদ্দেশ্যে যাচ্ছিল, তবে ডেনভার বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

অগ্নিকাণ্ডের পর আরোহীদের সরিয়ে নেওয়ার বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, যাত্রীরা অনেকেই বিমানের ডানায় জোর করে নেমে আসেন এবং এসময় বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়।

বিমান সংস্থা জানিয়েছে, ১৭২ যাত্রী এবং ৬ ক্রু সদস্য নিরাপদে টার্মিনালে স্থানান্তরিত হয়েছেন। দ্রুত উদ্ধার তৎপরতায় জড়িত সকলকে ধন্যবাদ জানানো হয়েছে। আগুন নিভে গেলেও এর কারণ এখনও জানা যায়নি। তথ্যসূত্র: এনডিটিভি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে