ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

রিকশা হারিয়ে বিপাকে হাসু মিয়া, পাশে দাড়ালেন ঢাবির সূর্যসেন হল ছাত্রদল

২০২৪ ডিসেম্বর ০৩ ২১:৩১:৩৭
রিকশা হারিয়ে বিপাকে হাসু মিয়া, পাশে দাড়ালেন ঢাবির সূর্যসেন হল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলের নেক্সাসের দীর্ঘ ২৫ বছরের বেশি সময় ধরে বাজার আনা নেওয়া করেন মো: আব্দুল হাসেম (হাসু মিয়া)। দীর্ঘসময় ধরে থাকেন হলের মসজিদে। ফলে হলের সাথে তাঁর গড়ে উঠেছে এক আত্মিক সম্পর্ক।

গত ০১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হল গেটে রিকশা রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান মো: আব্দুল হাসেম। ফিরে এসে দেখেন তাঁর আয়ের একমাত্র অবলম্বন রিকশাটা হারিয়ে গেছে।

স্ত্রী, চার কন্যাসহ পরিবারের ছয় সদস্যের পরিবারের খরচ চলে এই রিকশার আয়ে। কিন্তু আয়ের একমাত্র মাধ্যম রিকশা হারিয়ে পথে বসার উপক্রম হয় আব্দুল হাসেমের।

বিষয়টি নজরে আসে সূর্যসেন হলের জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের নজরে। হাসু মিয়ার কষ্ট লাঘবে জাতীয়তাবাদী পরিবারের সাবেকদের তত্ত্বাবধানে একটি রিকশা উপহারের উদ্যোগ নেয়া হয়।

পরে আজ মঙ্গলবার (০৩ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আব্দুল হাসেমকে একটি রিকশা উপহার দেয় জাতীয়তাবাদী পরিবারের সাবেকরা।

জানা গেছে, এই কাজে সার্বিক সহযোগিতা করেছেন মাস্টারদা সূর্যসেন হল ছাত্রদলের অর্থ সম্পাদক শিপন মিয়া, ছাত্রদলকর্মী শাকিল আহাম্মেদ। এছাড়াও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের দপ্তর সম্পাদক ও সূর্যসেন হলের সহ সভাপতি মল্লিক ওয়াসি উদ্দিন তামি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে