ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

সুন্দরবনের গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার, চমকে গেলেন স্থানীয়রা

২০২৫ মার্চ ১৪ ১২:৫৬:৫৬
সুন্দরবনের গাছের ডালে শুয়ে থাকা বৃদ্ধা উদ্ধার, চমকে গেলেন স্থানীয়রা

ডুয়া ডেস্ক : গহীন সুন্দরবনে গাছের ডালে শুয়ে থাকা ষাটোর্ধ্ব এক বৃদ্ধাকে উদ্ধার করেছেন দুই জেলে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বাদুজুলি খালের পাশের একটি গাছ থেকে তাকে উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধারকৃত নারীর নাম শুকুরুন নেছা, তার স্বামীর নাম গফফার এবং একটি ছেলে রয়েছে, যার নাম রফিকুল। তারা খুলনার বাসিন্দা। তবে, তিনি নিজেকে নিয়ে আর কিছু জানাতে পারছেন না। ধারণা করা হচ্ছে, তিনি ভারসাম্যহীন।

জেলেদের মধ্যে একজন বলেন, নৌকায় দুই জন কাঁকড়া ধরতে গিয়েছিলাম। ফিরে আসার সময় বাদুরঝুলি খালের পাশে একটি গাছের ডালে ওই বৃদ্ধ নারীকে দেখতে পাই। সঙ্গে সঙ্গে সেখান থেকে নামিয়ে নৌকাতে নিয়ে আসি।

এ বিষয়ে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান গণমাধ্যমকে বলেন, এমন ঘটনা এখনও আমাদের কেউ জানায়নি। তবে এই বৃদ্ধ নারী বড় বড় নদী পার হয়ে গহীন বনে কীভাবে পোঁছালো, সেটিও বড় প্রশ্ন। এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে