ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ভারতে ফের ভূমিকম্প, কাঁপল লাদাখ-কাশ্মীর

২০২৫ মার্চ ১৪ ১২:৪৬:২৯
ভারতে ফের ভূমিকম্প, কাঁপল লাদাখ-কাশ্মীর

ডুয়া ডেস্ক : ভারতে মাত্র অর্ধমাসের মাথায় ফের ভূমিকম্প আঘাত হেনেছে। এবার ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল লাদাখের কার্গিল। ভূমিকম্পের কম্পন জম্মু ও কাশ্মীরেও অনুভূত হয়েছে, এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জাতীয় ভূকম্পন কেন্দ্রের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোর ২ দশমিক ৫০ মিনিটে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি হয়, যার কেন্দ্রস্থল ছিল কার্গিল। শ্রীনগর ও জম্মুর বাসিন্দারা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, তারা শহরগুলোতে কম্পন অনুভব করেছেন।

লেহ ও লাদাখ ভূমিকম্পের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত, কারণ তারা হিমালয় অঞ্চলে অবস্থিত এবং এখানে ভূমিকম্পের ঝুঁকি সবসময় থাকে।

এর আগে, ২৬ ফেব্রুয়ারি রাত ২টা ৫৫ মিনিটে ভারতের আসাম রাজ্যের মরিগাঁওয়ে ভূমিকম্প অনুভূত হয়। একই সময় বাংলাদেশের সিলেটও কেঁপে উঠে।

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, মরিগাঁও জেলা ও গুয়াহাটিতে কম্পনের মাত্রা ছিল তীব্র। এ ছাড়া রাজ্যের অন্যান্য অংশেও মৃদু কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থলে গভীরতা ছিল ১৬ কিলোমিটার ।

তারও আগে ২৫ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টা ৪০ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ও পার্শ্ববর্তী রাজ্য ওড়িশায় ভূমিকম্প অনুভূত হয়। ওই দিন সকাল ৬টা ৪০ মিনিটে হওয়া কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে