ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২০২৫ মার্চ ১৪ ১২:১৭:০৭
ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ডুয়া ডেস্ক : গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করে। এর ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার কারণে যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়েন।

শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরের তেলিপাড়া এলাকায় ‘স্মাগ সোয়েটার লিমিটেড’ নামের একটি কারখানায় আড়াইশ থেকে তিনশ শ্রমিক কাজ করছেন। তাদের ঈদ বোনাস হিসেবে ২৫ শতাংশ দেওয়া হয়েছে, কিন্তু শ্রমিকরা ৫০ শতাংশ বোনাস দাবি করেছেন।

কর্তৃপক্ষ দাবি মেনে না নেওয়ায় শ্রমিকরা শুক্রবার সকালে প্রথমে কারখানায় কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। পরে তারা তেলিপাড়া এলাকায় অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন, যার ফলে মহাসড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানান, ঈদ বোনাস বৃদ্ধিসহ ওভারটাইম, মাতৃত্বকালীন বিল, টিফিন বিল, বাৎসরিক ছুটি দেওয়াসহ ১৪ দফা দাবিতে তারা সকাল থেকে বিক্ষোভ করছেন।

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউসার আহমেদ বলেন, শ্রমিকদের সময়মতো বেতন দেওয়া হয়েছে এবং সরকার নির্ধারিত বোনাসও প্রদান করা হয়েছে। তারপরও তারা বেশি বোনাসের দাবিতে বিক্ষোভ করছেন। পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে