ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

কিম জং উনের সাথে সম্পর্কের অজানা দিক জানালেন ট্রাম্প

২০২৫ মার্চ ১৪ ১২:০৪:৪২
কিম জং উনের সাথে সম্পর্কের অজানা দিক জানালেন ট্রাম্প

ডুয়া ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এখনও ভালো সম্পর্ক রয়েছে। একই সঙ্গে তিনি কিমকে আবারও ‘পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেন।

এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে বেশ কয়েকটি সম্মেলনও করেন ট্রাম্প। বৃহস্পতিবার (১৩ মার্চ) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন, কিমের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে কি না।

জবাবে ট্রাম্প বলেন, আমি চাই... কিম জং উনের সঙ্গে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে অবশ্যই তিনি একজন পারমাণবিক শক্তিধর।

রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রাগারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা যদি সংখ্যাটি কমাতে পারি তবে এটি একটি দুর্দান্ত অর্জন হবে। আমাদের কাছে এত অস্ত্র আছে, এবং শক্তিও এত দুর্দান্ত।

ট্রাম্পের মন্তব্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রতি নীতিতে কোনও পরিবর্তন আনবে কি না তা জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, ঠিক যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন।

১৫ ফেব্রুয়ারি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপানি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন। তথ্যসূত্র: রয়টার্স।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে