ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

নেট দুনিয়ায় আলোচনায় হাসনাতের সেই পোস্ট

২০২৫ মার্চ ১৪ ১১:১৩:১৪
নেট দুনিয়ায় আলোচনায় হাসনাতের সেই পোস্ট

ডুয়া ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ এবার চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবিতে মুখ খুলেছেন।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন’ টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। তার পোস্টটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুক পোস্টে হাসনাত লেখেন, ‘এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা শুধু মত প্রকাশের স্বাধীনতার জন্যই নয়, দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যও আন্দোলন করেছিলাম।’ শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক, যোগ করেন তিনি।

এর আগে, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশু আছিয়ার জানাজার পর লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

উল্লেখ্য, ওই সময়ই টেলিভিশনটির লাইভ চলাকালীন ‘এখন’ টিভির সাংবাদিকদের অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে