ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বড় দুর্ঘটনার কবলে সালমান খানের নায়িকা

২০২৫ মার্চ ১৩ ১৯:৩৮:০৪
বড় দুর্ঘটনার কবলে সালমান খানের নায়িকা

ডুয়া নিউজ : বলিউডের একসময়ের সাড়া জাগানো অভিনেত্রী ভাগ্যশ্রী বড় দুর্ঘটনার কবলে পড়েছেন। বৃহস্পতিবার হঠাৎ ছড়িয়ে পড়ে তার হাসপাতালের ছবি। সেখানে দেখা যায়, চোখ বুজে হাসপাতালের বিছানায় শুয়ে আছেন অভিনেত্রী। তার হাতে ক্যানোলা, কপালে ওষুধ লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক।

জানা গেছে, পিকলবল খেলার সময়ে চোট পেয়েছেন অভিনেত্রী। এ সময় ভাগ্যশ্রীর কপালে গভীর ক্ষত তৈরি হয়। এই ক্ষত সারাতে ১৩ টি সেলাই পড়েছে। অভিনেত্রীর আরও একটি ছবি ছড়িয়ে পড়েছে। সেখানে অভিনেত্রীর কপালে ব্যান্ডেজ বাঁধা।

এদিকে ভাগ্যশ্রীর এমন ছবি দেখে শঙ্কিত হয়ে উঠেছেন তার অনুরাগীরা। একজন লিখেছেন, ”দ্রুত সেরে উঠুন দয়া করে। নিশ্চয়ই নজর লেগেছে বলে এই পরিণতি।”

প্রসঙ্গত, ১৯৮৯ সালে সালমান খানের বিপরীতে অভিনয় করে ভাগ্যশ্রী ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সেই ছবিটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। তবে তিনি চলচ্চিত্র জগৎ থেকে সরে গিয়ে পরিবার ও সংসারে মনোনিবেশ করার সিদ্ধান্ত নেন। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে কঙ্গনা রনৌতের ‘থালাইভি’ ছবির মাধ্যমে আবারও রূপালী পর্দায় ফিরে আসেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে