ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

বরখাস্ত হলেন পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

২০২৫ মার্চ ১৩ ১৯:৩৩:৩২
বরখাস্ত হলেন পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তা

ডুয়া ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) মো. শহিদুল্লাহসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তারা বর্তমানে কারাগারে আছেন। তবে বিধি অনুযায়ী তাদের খোরপোশ ভাতা দেওয়া হবে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি এসব প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন।

বরখাস্ত হওয়া অন্যান্য দুই পুলিশ কর্মকর্তা হলেন- বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান এবং নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান। আবুল হাসনাত খান সর্বশেষ সিলেট রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে কর্মরত ছিলেন এবং মোহাম্মদ আসাদুজ্জামান নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমানে ওএসডি হিসেবে অতিরিক্ত ডিআইজি মো. শহিদুল্লাহর বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে ৯ ফেব্রুয়ারি আদালতে সোপর্দ করেন এবং তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত বাগেরহাট জেলার সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানও ৯ ফেব্রুয়ারি ফকিরহাট থানার মামলায় গ্রেপ্তার হয়ে আদালতে সোপর্দ হন এবং বাগেরহাট কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ফলে তাকে একইভাবে সাময়িক বরখাস্ত করা হয়।

অপরদিকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট নোয়াখালীর সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামানের বিরুদ্ধে সোনাইমুড়ী থানার মামলায় ৯ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয় এবং তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ (২) ধারার বিধান অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে