ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

২০ রমজানের আগে শ্রমিকদের সব ধরনের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

২০২৫ মার্চ ১৩ ১৭:৫৪:১৫
২০ রমজানের আগে শ্রমিকদের সব ধরনের পাওনা পরিশোধের সিদ্ধান্ত

ডুয়া নিউজ : ২০ রোজার মধ্যে শিল্প খাতের শ্রমিকদের বকেয়া বেতন, উৎসব ভাতাসহ সব ধরনের পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়েছে বলে এক তথ্যবিবরণীতে জানিয়েছে সরকার।

এছাড়াও মালিকপক্ষকে সক্ষমতা অনুযায়ী চলতি মার্চ মাসের ১৫ দিনের বেতন দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৮৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়টি তুলে ধরে দেওয়া তথ্যবিবরণীতে বলা হয়েছে, ‘শ্রমিকদের পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতির ওপর আইনশৃঙ্খলা বাহিনী ‘সক্রিয় দৃষ্টি’ রাখবে।’

শিল্প কারখানা এলাকায় ২৮ ও ২৯ মার্চ (শুক্র ও শনিবার) সংশ্লিষ্ট ব্যাংক খোলা থাকবে বলে তথ্যবিবরণীতে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১১ মার্চ) সকালে গাজীপুর নগরীর টঙ্গী এরশাদনগর এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

এরও আগে, রবিবার সন্ধ্যায় ঢাকার সাভারে প্রতীক অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ভাতার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

ঈদুল ফিতরের আগে সার্বিক শ্রম পরিস্থিতি, শিল্প খাতের শ্রমিকদের বেতন-ভাতা ও ছুটিসহ অন্যান্য বিষয় পর্যালোচনার জন্য ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্রমিক, মালিকপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, শিল্পাঞ্চল পুলিশ, সেনাবাহিনীর প্রতিনিধি, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে রয়েছে—

ঈদের আগে কোনো শ্রমিককে চাকরিচ্যুত বা ছাঁটাই করা যাবে না।

কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও শ্রমিক প্রতিনিধিরা আলোচনার মাধ্যমে ঈদুল ফিতরের ছুটির সময় নির্ধারণ করবেন।

এছাড়াও বিজিএমইএ ও বিকেএমইএসহ মালিকপক্ষের নগদ সহায়তার অর্থ পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে অনুরোধ করা হবে।

শ্রমিকদের পাওনা পরিশোধসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শ্রম) এর নেতৃত্বে মালিকপক্ষের প্রতিনিধিদের সমন্বয়ে একটি কেন্দ্রীয় ‘মনিটরিং সেল’ গঠন করা হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে