ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শিশু আছিয়ার মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট

২০২৫ মার্চ ১৩ ১৬:৪৮:১৯
শিশু আছিয়ার মৃত্যুতে তারকাদের আবেগঘন পোস্ট

ডুয়া নিউজ : মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটির মৃত্যুতে শোকাচ্ছন্ন পুরো দেশ। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এ ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন ছাত্র-জনতা। এবার সেই তালিকায় যুক্ত হলেন শোবিজ অঙ্গনের তারকারাও।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছে। তারকারা পোস্ট দিয়ে সেই অপরাধীদের ফাঁসি চেয়েছেন।

ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক লিখেছেন, “আগামী তিনদিনের মধ্যে আছিয়ার ধর্ষককে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেয়া হোক। ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ।”

অভিনেতা ফারহান আহমেদ জোভান এক আবেগঘন পোস্ট দিয়ে লিখেছেন, “আমাদের মাফ করে দিও আছিয়া। আমরা তোমাকে বাঁচাতে পারলাম না।’

অভিনেতা ইরফান সাজ্জাদ অপরাধীদের বিচারের ভার আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, “আল্লাহ আপনি বিচার কইরেন।”

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, “আছিয়ার মৃত্যু শুধু ই একটা মৃত্যু নয়। বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ। প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা।”

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে