ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

মুঠোফোনে প্রেম, প্রথম সাক্ষাতেই ধ-র্ষ-ণের শিকার তরুণী

২০২৫ মার্চ ১৩ ১৬:১৬:০৪
মুঠোফোনে প্রেম, প্রথম সাক্ষাতেই ধ-র্ষ-ণের শিকার তরুণী

ডুয়া ডেস্ক: প্রায় এক বছর ধরে মুঠোফোনে সম্পর্ক ছিল তাদের। প্রেমিকের বাড়ি গাজীপুর আর প্রেমিকার বাড়ি কুমিল্লা। একসময় প্রেমিক তার প্রেমিকার সঙ্গে সরাসরি দেখা করার অনুরোধ করেন। প্রেমিকা কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এরপর রাতে নিরাপত্তার কথা বলে প্রেমিক মেয়েটিকে সেখানে থেকে যেতে বাধ্য করেন। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ ধরেন। এছাড়াও ভুক্তভোগীকে মারধর করেন। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত ওই প্রেমিক যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে ফরিদের সঙ্গে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ করেন। ধর্ষণের কথা গোপন করতে বলেন। পাশাপাশি ভুক্তভোগীকে মারধর করেন।

ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে