ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন করলো যুক্তরাজ্য

২০২৫ মার্চ ১৩ ১৬:০৬:২৬
ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন করলো যুক্তরাজ্য

ডুয়া ডেস্ক : যুক্তরাজ্য সরকার তার ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। এই পরিবর্তনগুলো প্রধানত স্বাস্থ্যসেবা, কর্মী এবং শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। দেশজুড়ে অভিবাসন-বিরোধী মনোভাব এবং অর্থনৈতিক মন্দার প্রেক্ষাপটে বুধবার (১২ মার্চ) এ ঘোষণা দেওয়া হয়।

কর্মীদের অগ্রাধিকার

সেবা খাতের নিয়োগকর্তাদের বিদেশি কর্মী নিয়োগের আগে প্রমাণ করতে হবে যে তারা যুক্তরাজ্যে থাকা প্রার্থীদের নিয়োগের চেষ্টা করেছেন। এর মাধ্যমে আন্তর্জাতিক নিয়োগের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে।

নির্ভরশীল ভিসায় পরিবর্তন

দক্ষ কর্মী ভিসার অধীনে কিছু পেশার কর্মী ও কেয়ারকর্মীদের ক্ষেত্রে নির্ভরশীল সদস্যদের (যেমন, সঙ্গী ও সন্তান) আসার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কেয়ার হোম স্পনসর লাইসেন্সিং

যেসব কেয়ার হোম কর্মী স্পনসর করতে চায়, তাদেরকে অবশ্যই কেয়ার কোয়ালিটি কমিশনের (CQC) সঙ্গে নিবন্ধিত হতে হবে।

দক্ষ কর্মী ভিসার বেতন সীমা

দক্ষ কর্মী ভিসার জন্য ন্যূনতম বেতনের সীমা বাড়ানো হয়েছে। এপ্রিল থেকে এটি ২৩,২০০ পাউন্ড থেকে বেড়ে ২৫,০০০ পাউন্ড (বা প্রতি ঘণ্টায় £১২.৮২) হবে।

ছাত্র ভিসা

সরকার শিক্ষার্থী ভিসার জন্য কিছু কঠোর নিয়ম আরোপ করেছে, বিশেষত স্বল্পমেয়াদি ইংরেজি কোর্সের ক্ষেত্রে, যাতে সিস্টেমের অপব্যবহার রোধ করা যায়।

৯ এপ্রিল থেকে সেবা প্রদানকারীরা বিদেশি কর্মী নিয়োগের আগে প্রমাণ করতে হবে যে তারা দেশেই কর্মী নিয়োগের চেষ্টা করেছে। সরকার আশা করছে, এ পরিবর্তনগুলো বিদেশি নিয়োগের ওপর নির্ভরতা কমাবে এবং ব্রিটেনে অভিবাসন হ্রাস করবে।

কঠোর আইন

সরকার ভিসা প্রক্রিয়ায় অপব্যবহার রোধ করতে নানা ব্যবস্থা নিয়েছে, যেমন অভিবাসন-কর্মসংস্থান আইন ভঙ্গকারী কোম্পানির বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ এবং কিছু স্পন্সর লাইসেন্স বাতিল করা।

এ বছর শুরুতেই প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, কঠোর নিয়মের পর বিদেশি কর্মী ও শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভিসার জন্য আবেদন কমিয়েছে। ২০২৪ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে ৫ লাখ ৪৭ হাজার ভিসা আবেদন গ্রহণ করা হয়েছে, যা গত বছরের তুলনায় অনেক কম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে