ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

২০২৫ মার্চ ১৩ ১৫:১৮:৩৬
শেয়ারবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডুয়া ডেস্ক : সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (১৩ মার্চ) দেশের প্রধান শেয়ারাবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বৃদ্ধির ধারায় প্রবাহিত হলেও লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ পূর্বের দিনের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আজ ডিএসইর প্রধান সূচক ৯ দশমিক ৫৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২২৫ দশমিক ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইস ১ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজর ১৬৫ দশমিক ২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০১ দশমিক ৫৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৪১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৫২ কোটি ৮৪ লাখ টাকার। আজ লেনদেন হওয়া ৩৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১৫৪টির এবং পরিবর্তন হয়নি ৭৭টির।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে