ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

২০২৪ ডিসেম্বর ১৮ ১৫:১৫:৫০
বাংলাদেশকে ৬০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে ৬০ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭,২০০ কোটি টাকা) ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এই অর্থ দেশের আর্থিক ব্যবস্থাপনা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম, বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এবং বাণিজ্য নীতি ও লজিস্টিক শক্তিশালী করতে ব্যয় হবে।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিতে সরকারের পক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এডিবির পক্ষে অফিসার্স ইনচার্জ জিংবো নিং স্বাক্ষর করেন।

ঋণ চুক্তির আওতায় নীতি সংস্কারের মাধ্যমে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং বেসরকারি খাতের উন্নয়নে জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালে সদস্যপদ লাভের পর থেকে এডিবি বাংলাদেশকে আর্থিক সহায়তা দিয়ে আসছে। এডিবি এ পর্যন্ত বাংলাদেশকে ৩২ হাজার ৪৯৭ মিলিয়ন ডলার ঋণ এবং ৫৭১.৩ মিলিয়ন ডলার অনুদান প্রদান করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে