ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি দিলেন ইসি কর্মীরা

২০২৫ মার্চ ১৩ ১৩:৫২:২৬
‘অপারেশনাল হল্ট’ কর্মসূচি দিলেন ইসি কর্মীরা

ডুয়া ডেস্ক: জাতীয় পরিচয়পত্র সেবাটি নির্বাচন কমিশনের অধীনে পুনঃস্থাপন করতে "অপারেশনাল হল্ট" কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেওয়া হয়।

কর্মসূচি থেকে জানানো হয়েছে, আগামী ১৮ মার্চ (মঙ্গলবার) এর মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০২৩ বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনঃবহাল করতে হবে। যদি ১৮ তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না ঘটে তবে ১৯ মার্চ (বুধবার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ের সকল কার্যালয়ে অর্ধদিবস ‘অপারেশনাল হল্ট’ (কর্মবিরতি) কর্মসূচি পালন করা হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেন, "মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখতে হলে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে। না হলে বুধবার তিন ঘণ্টার জন্য অপারেশনাল হল্ট কর্মসূচি পালন করা হবে।"

এছাড়াও নির্বাচন কমিশন সচিবালয় ও সারাদেশের অফিসগুলোতে ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টার জন্য এই কর্মসূচি চলবে। এর ফলে ওই সময় দেশের মধ্যে এনআইডি সেবা বন্ধ থাকবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে