ঢাকা, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

ভারতে বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ, জানুন কারণ

২০২৫ মার্চ ১৩ ১১:৩৩:৪২
ভারতে বহু মসজিদে পিছিয়ে গেল জুমার নামাজ, জানুন কারণ

ডুয়া ডেস্ক : আগামীকাল শুক্রবার (১৪ মার্চ) ভারতে পালিত হবে হোলি উৎসব। এ কারণে দেশটির উত্তর প্রদেশের অযোধ্যাসহ কয়েকটি অঞ্চলে জুমার নামাজের সময় পরিবর্তন করা হয়েছে।

স্থানীয় মুসলিম সম্প্রদায় ও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, হোলির উদযাপন নির্বিঘ্ন রাখতে অযোধ্যার মসজিদগুলোতে জুমার নামাজ দুপুর ২টার পর অনুষ্ঠিত হবে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার (১২ মার্চ) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সপ্তাহে হোলি উদযাপনের কথা মাথায় রেখে অযোধ্যার সমস্ত মসজিদে জুমার নামাজ দুপুর ২টার পরে পড়া হবে বলে উত্তর প্রদেশের এই শহরের একজন বিশিষ্ট ধর্মীয় নেতা জানিয়েছেন।

এনডিটিভি জানিয়েছে, ১৪ মার্চ শুক্রবারের জুমার নামাজের সাথে হোলি উদযাপনের সময়ের মিল থাকায় কর্তৃপক্ষ অনেক জায়গায় নামাজের সময় নিয়ে আলোচনা করছে। অযোধ্যা জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র বিজয় সিং বলেছেন, হোলির জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং কোনও ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে শান্তি কমিটির সভাও অনুষ্ঠিত হচ্ছে।

অযোধ্যার তাবলীগ মারকাজের ‘আমির’ হানিফ জনগণকে হোলির শুভেচ্ছাও জানিয়েছেন। তিনি বলেন, “আমরা আমাদের হিন্দু ভাইদের হোলির জন্য শুভকামনা জানাই। আমরা তাদের আনন্দে অংশীদার এবং উদযাপনে তাদের সাথে আছি।”

অযোধ্যার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র বিজয় সিং বলেছেন, শৃঙ্খলা বজায় রাখার জন্য সমস্ত হোলিকা দহন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। ১৩ মার্চ হোলিকা দহন উদযাপিত হবে। তিনি বলেন, “নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনও অপ্রীতিকর ঘটনা রোধ করতে” হোলিকা দহন কেবল প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী স্থানেই করতে দেওয়া হবে, নতুন স্থানে নয়।”

এদিকে অযোধ্যার মতো উত্তরপ্রদেশের কনৌজ জেলার মুসলিম ধর্মীয় নেতারও ঘোষণা করেছেন, শুক্রবার মসজিদে দুপুর ২টার পরে জুমার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে উত্তরপ্রদেশের সম্ভলের একজন সার্কেল অফিসার জুমার নামাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, যারা হোলির রঙে অস্বস্তি বোধ করেন তাদের ঘরের ভেতরেই থাকা উচিত, কারণ এই উৎসব বছরে মাত্র একবার আসে যেখানে জুমার নামাজ বছরে ৫২বার হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্ভল পুলিশ অফিসারের বিতর্কিত ওই মন্তব্যকে সমর্থনও করেন। তিনি বলেন, ওই কর্মকর্তা হয়তো “পালোয়ানের” মতো কথা বলেছেন, কিন্তু তিনি যা বলেছেন তা সঠিক।

আলিগড়ের প্রধান মুফতি খালিদ হামিদ হোলি উৎসব যাতে শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় তা নিশ্চিত করার জন্য মুসলিমদের সকল সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে