ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা, থাকছে নতুন মুখ

২০২৫ মার্চ ১২ ২২:৫৮:২৮

ডুয়া নিউজ : ২০২৫ নারী বিশ্বকাপের বাছাইপর্ব অনুষ্ঠিত হবে পাকিস্তানে। আগামী ৫ থেকে ১৯ এপ্রিল লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া সেই টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ নারী দল। এই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যদের দল ঘোষণা করা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ এপ্রিল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বে নিগার সুলতানা জ্যেতিরা।

আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক না ঘটলেও বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ডাক পেয়েছেন ইশমা তানজিম। তবে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪টি ম্যাচ খেলেছেন।

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে জয়লাভ করতে পারলে সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ পেত বাংলাদেশ নারী দল। তবে ওই সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে তারা সেই সুযোগ হারায়। ফলে বাছাইপর্ব খেলতে হচ্ছে তাদের।

জানা গেছে, ২০২৬ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করবে ভারত। দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল।

আগামী নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ভিত্তিক সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড, এবং স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। এই ৬ দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে।

বাছাইপর্বে বাংলাদেশ স্কোয়াড:

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ইশমা তানজিম, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, জান্নাতুল ফেরদোস সুমনা, রাবেয়া খান, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফারজানা হক, সানজিদা আখতার মেঘলা, মারুফা আক্তার ও রিতু মনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

খেলাধুলা এর সর্বশেষ খবর

খেলাধুলা - এর সব খবর



রে