ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৩২ নম্বরের বাড়ি ভাঙা উচিত হয়নি: নিলোফার চৌধুরী মনি

২০২৫ মার্চ ১২ ২২:২৪:৫৫
৩২ নম্বরের বাড়ি ভাঙা উচিত হয়নি: নিলোফার চৌধুরী মনি

ডুয়া নিউজ: বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙায় তিনি কোনো বীরত্ব দেখতে পান না, বরং এটি ছিল নোংরামো।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে বিএনপির এ নেত্রী বলেন, যে বাড়িতে বর্তমানে কোনো মানুষ নেই, সেখানে ভাঙার কাজ করা উচিত হয়নি।

নিলোফার চৌধুরী মনি বলেন, বিএনপি বর্তমানে সরকারী দল বা বিরোধী দল হিসেবে কোনো ভূমিকা পালন করছে না। তাই বিএনপির পক্ষ থেকে কিছু করা সম্ভব ছিল না। তিনি দাবি করেন, বিএনপির কোনো সদস্য ওই বাড়ি ভাঙতে যায়নি।

সাবেক এ সংসদ সদস্য অভিযোগ করেন, ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার পেছনে যারা ছিলেন, তারা সরকারের ছত্রচ্ছায়ায় এই কাজটি করেছেন।

তিনি মন্তব্য করেন, হাসিনার আমলে যেভাবে 'হেলমেট বাহিনী' ছিল, এখন সেটি হয়ে গেছে 'বুলডোজার বাহিনী', যারা বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দিয়েছে।

নিলোফার চৌধুরী মনি বলেন, বৈষম্যবিরোধীরা সরকারের সহায়তায় এই খারাপ কাজটি করেছে। তবে, তাঁর মতে, ইট-কাঠ-পাথরের একটি বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার মধ্যে কোনো বীরত্ব নেই। এর পেছনে কিছু অভিজ্ঞতাবিহীন মানুষের ষড়যন্ত্র ছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে