ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

ঢাবির শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

২০২৪ নভেম্বর ৩০ ০০:০০:৩২
ঢাবির শামসুন নাহার হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটির ৪১সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক পদে সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি ও সদস্য সচিব পদে তানজীন চৌধুরী লিলির নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফ্লোরে সংগঠনের জীবন সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

একইসঙ্গে হল প্রভোস্ট অধ্যাপক ড. নাসরিন সুলতানা লাকীকে প্রধান করে ১০ সদস্যের উপদেষ্টা কমিটিও গঠন করা হয়।

এর আগে সংগঠনের সভাপতি আভা দত্ত ও সাধারণ সম্পাদক শামসুন্নাহার চাঁপা পদত্যাগ করে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটির অন্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম আহ্বায়ক পারভীন সুলতানা রাব্বি (লাকী), নাজমুন নাহার নয়ন, শামীমা আরা স্বাতী, হালিমা খান লুচি, নূরজাহান খানম শান্তা, ড. সালমা আরজু কবিতা, নূরজাহান বেগম শিউলী, ব্যারিস্টার উর্মি রহমান ও রেহানা কলি এবং সদস্য হাসিনা মমতাজ, মমতাজ মৌ, মমতাজ লিপি, ইতি সূত্রধর, বিথীকা বিনতে হোসাইন, ওয়াহিদা আন্জুম এলি, সেলিনা আক্তার, দিলরুবা আহমেদ, মোনালিসা শাহরিন, মিরানা, রিমা পারভীন, ফারহানা আক্তার লাকী, লাবন্য বণ্যা, নুরুন্নাহার খান নিপু, নাসরিন সুলতানা ছুটি, রিনাত ফৌজিয়া রনি, সেলিনা সুলতানা, জাহানারা বেগম হ্যাপী, উম্মে হাবীবা, শিল্পী রানী দত্ত, ফেরদৌসী বিনতে আলীম, নুপুর রানী মণ্ডল, কামরুন নাহার তারা, শাম্মী আক্তার, নাজমীন সুলতানা পপি, মনিকা মিত্র, লিপিকা মিত্র, জিনাত ফৌজিয়া রাখী, নাসিমা আক্তার ও নুসরাত ইয়াসমিন সুমাইয়া।

তারিক/

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

অ্যালামনাই এর সর্বশেষ খবর

অ্যালামনাই - এর সব খবর



রে