ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন

২০২৫ মার্চ ১২ ১৯:৫৯:০৯
৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইউক্রেন

ডুয়া ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শেষে কিয়েভ ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে বলে সৌদি সরকারি গণমাধ্যম জানিয়েছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আকবারিয়া মঙ্গলবার রাতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে জানায়, “সৌদি কূটনৈতিক প্রচেষ্টার ফলস্বরূপ জেদ্দায় মার্কিন-ইউক্রেনীয় আলোচনায় সফলতা এসেছে।”

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার এই খবর প্রকাশ করেছে। এতে বলা হয়, “৯ ঘণ্টার মার্কিন-ইউক্রেনীয় আলোচনা শেষে ইউক্রেন ৩০ দিনের জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এর মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দি বিনিময়ের একটি পরিকল্পনাও রয়েছে।”

যদিও সংশ্লিষ্ট পক্ষগুলো আলোচনার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, “কিয়েভ যুক্তরাষ্ট্রের এই যুদ্ধবিরতির প্রস্তাবকে ‘ইতিবাচক’ হিসেবে দেখছে।”

এর আগে একই দিন মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধি দল সৌদি আরবের জেদ্দায় মস্কো-কিয়েভ শান্তি চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু করে। আলোচনায় উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান।

এছাড়া সোমবার জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেন, ইউক্রেন শুরু থেকেই শান্তির জন্য কাজ করছে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার জন্য রাশিয়াকেই দায়ী করেছেন তিনি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করলে মস্কো শর্ত দেয় যে ইউক্রেন যদি ন্যাটোতে যোগদানের ইচ্ছা ত্যাগ করে তবে তারা শান্তি আলোচনা করতে রাজি হবে। তবে কিয়েভ এটিকে তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ হিসেবে বিবেচনা করে আসছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে