ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কোরআনে হাফেজ যমজ ২ ভাই

২০২৫ মার্চ ১২ ১৯:৪৩:১২
বুয়েট ও চুয়েটে ভর্তির সুযোগ পেলেন কোরআনে হাফেজ যমজ ২ ভাই

ডুয়া ডেস্ক: পবিত্র কুরআনে হাফেজ যমজ ভাই—হাফেজ মো. মুজাহিদুল ইসলাম এবং হাফেজ মো. আজহারুল ইসলাম—২০২৪-২৫ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

হাফেজ মো. মুজাহিদুল ইসলাম বুয়েটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং তার যমজ ভাই হাফেজ মো. আজহারুল ইসলাম চুয়েটের ভর্তি পরীক্ষায় পাস করেছেন।

তারা চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রায়চোঁ গ্রামে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের হাফেজ বাড়ির হাফেজ মো. আবুল কাশেমের সন্তান।

এছাড়াও জানা গেছে যে, চার ভাইয়ের মধ্যে তারা সবার ছোট। বড় ভাই মোস্তফা আমির ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স সম্পূর্ণ করেছেন, আর অন্য একজন চট্টগ্রামে এমবিএ করছেন।

আবুল কাশেম জানান, তার দুই যমজ ছেলে হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল। পরে তারা হাজীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়ে সেখান থেকে জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন। এরপর তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে বুয়েট ও চুয়েট-এর ভর্তি পরীক্ষায় সফল হয়েছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে