ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

নিম্নমানের ইফতার পরিবেশনের অভিযোগ ঢাবির এফ আর হলে, শিক্ষার্থীদের ক্ষোভ

২০২৫ মার্চ ১২ ১৯:২২:২৫
নিম্নমানের ইফতার পরিবেশনের অভিযোগ ঢাবির এফ আর হলে, শিক্ষার্থীদের ক্ষোভ

ঢাবি প্রতিবেদক: ইফতারে নিম্নমানের খাবার পরিবেশন ও আইটেম কম দেওয়ার অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণের বিরুদ্ধে। পরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে আগামী শনিবার দিবাগত রাতে হল প্রশাসনের পক্ষ থেকে সেহরির আয়োজন করার আশ্বাস দেন বলে জানা গেছে।

আজ বুধবার বিকেলে খাবার বিতরণের পরপরই বিক্ষোভ শুরু করেন হলের শিক্ষার্থীরা। খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে সকল শিক্ষার্থী বিক্ষোভে অংশগ্রহণ করেন।

এসময় ‘প্রভোস্টের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘দুর্নীতিবাজের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘দুর্নীতির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভুয়া ভুয়া’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

স্যার এ.এফ. রহমান হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রতিবছর রমজানে একটি নির্দিষ্ট দিনে হলগুলোর পক্ষ থেকে ইফতার আয়োজন করা হয়। এবারও সেই নিয়মের ব্যতিক্রম হয়নি। তবে, এবারের ইফতার আয়োজনটি অত্যন্ত নিম্নমানের ছিল। বিশেষত, বিরিয়ানি এবং ছোলা খাবারের গুণগত মান খাওয়ার উপযুক্ত ছিল না। মেন্যুতে পানি, জুস এবং কোমল পানীয়ের কোনো ব্যবস্থা ছিল না। এছাড়া, মেন্যুতে কোনো ধরনের ফলমূল দেওয়া হয়নি। অন্যান্য হলগুলোর সাথে তুলনা করলে স্পষ্টভাবে বোঝা যায়, আমাদের হলের ইফতার খাবারের মান অনেক কম ছিল।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, আবাসিক ও অনাবাসিক মোট ১৬২৬ শিক্ষার্থীর জন্য ইফতার আয়োজনের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে, হলের মধ্যে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৮০০ জন। এর পরিপ্রেক্ষিতে শুধুমাত্র আবাসিক শিক্ষার্থীদের জন্যই খাবারের ব্যবস্থা করা হয়েছিল। অথচ অনাবাসিক শিক্ষার্থীদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি, ফলে তাদের জন্য কোনো অর্থ ব্যয়ও করা হয়নি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—তাহলে খাবারের মান এত কম কেন?

অভিযোগের বিষয়ে প্রভোস্ট কাজী মাহফুজুল হক সুপণ গণমাধ্যমকে বলেন, ১০ থেকে ১২ জন শিক্ষার্থী এসে জানালো তারা খাবার নিয়ে খুশি না। আমরা আগে রোজা আর পহেলা বৈশাখের খাবার একসাথে দিতাম। এবছরে দুটা ভিন্ন হয়ে গেছে।

তিনি আরও বলেন, আমরা পহেলা বৈশাখের খাবার আলাদা দিব। পহেলা বৈশাখে যে খাবারটা দেই- একটা মুরগির রোস্ট, একটা সেদ্ধ ডিম ও একটা দই। এটা আমরা ইফতারের সঙ্গে দেইনি।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ খবর

বিশ্ববিদ্যালয় - এর সব খবর



রে