ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

প্রধান উপদেষ্টাকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী

‘আপনার উজ্জ্বলতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার সঙ্গে থাকবে’

২০২৫ মার্চ ১২ ১৭:৫৪:০৬
‘আপনার উজ্জ্বলতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার সঙ্গে থাকবে’

ডুয়া নিউজ : ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ড, ধর্ষণ ও অগ্নিসংযোগের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এই নৃশংসতাকে গণহত্যা আখ্যা দিয়ে ২০১৯ সালের ১১ নভেম্বর আফ্রিকার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করে।

এই মামলার সফলতার জন্য গাম্বিয়ার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১২ মার্চ ) গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাক্ষাৎ করতে আসলে তিনি এ প্রতিশ্রুতি দেন।

সাক্ষাতে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে মিয়ানমারের বিরুদ্ধে তার দেশের দায়ের করা গণহত্যা মামলা সম্পর্কে অবহিত করে বলেন, “এই মামলাটি নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে করা হয়েছে এবং চলমান রয়েছে।”

মামাদু তাঙ্গারা বলেন, “আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, গাম্বিয়ার রাষ্ট্রপতি এই বিষয়টি সমর্থন করছেন এবং বিষয়টি নজরে রাখছেন। আমরা এটিকে পুনরায় আলোচনায় আনতে চাই।”

গাম্বিয়ার রাষ্ট্রপতি এবং গাম্বিয়ার জনগণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। রোহিঙ্গা জনগণের স্বার্থে কাজ করার জন্য এবং মামলার সফল নিষ্পত্তির জন্য আফ্রিকান দেশটির অবিচল প্রতিশ্রুতি এবং অব্যাহত প্রচেষ্টার জন্য ড. ইউনূস গাম্বিয়াকে ধন্যবাদ জানান।

এ সময় প্রধান উপদেষ্টা গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা এই মামলাটিতে সফল হতে চাই। আমরা আপনার সমর্থন চাই। এটি আমাদের জন্য একটি বড় সাহায্য।”

গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার কূটনৈতিক প্রচেষ্টা রোহিঙ্গা জনগণকে মর্যাদাপূর্ণ জীবন যাপনে সহায়তা করবে।”

তিনি আরও বলেন, “আপনি গাম্বিয়ার একটি পরিচিত নাম। আপনার উজ্জ্বলতার কারণে আন্তর্জাতিক সম্প্রদায় সর্বদা আপনার সঙ্গে থাকবে।”

এ সময় অধ্যাপক ইউনূস রোহিঙ্গা জনগণের জন্য সাহায্য সংগ্রহের জন্য ঢাকার প্রচেষ্টা এবং রাখাইনে মানবিক সহায়তা, বাস্তুচ্যুতদের খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য আহ্বান তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে আরও গভীর বাণিজ্য ও সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আপনাকে কীভাবে সাহায্য করতে পারি তা আমাদের জানান।”

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে যৌথভাবে কাজ করতে একটি চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন দুই নেতা। পাশাপাশি, আফ্রিকার লক্ষ লক্ষ মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করতে এবং সহিংসতা-পীড়িত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ক্ষুদ্র ঋণের সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে