ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

কোম্পানি করদাতাদের আয়কর রিটার্নের সময় বাড়লো

২০২৫ মার্চ ১২ ১৭:১১:১৩
কোম্পানি করদাতাদের আয়কর রিটার্নের সময় বাড়লো

ডুয়া ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা পুনরায় বাড়িয়েছে। বুধবার (১২ মার্চ) একটি প্রজ্ঞাপনে জানানো হয়, কোম্পানির জন্য রিটার্ন জমার সময় ১৬ মার্চ ২০২৫ এর পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

এটি আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর দফা (খ)-এর আওতায় ঘোষিত হয়েছে। সম্প্রতি কয়েকটি ব্যবসায়ী সংগঠন এনবিআরে চিঠি পাঠিয়ে কোম্পানির রিটার্ন জমার সময়সীমা বাড়ানোর আবেদন করেছিল। সেই আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া এর আগে ৩০ জানুয়ারি এনবিআর প্রজ্ঞাপনে ব্যক্তিগত করদাতাদের জন্য রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং কোম্পানির জন্য ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে