ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া

২০২৫ মার্চ ১২ ১৫:৩০:১৩
বৈঠকে বসছে চীন-ইরান-রাশিয়া

ডুয়া ডেস্ক: পারমাণবিক ইস্যু নিয়ে আগামী ১৪ মার্চ বেইজিংয়ে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার (১২ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানান।

চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরানের পারমাণবিক ইস্যু নিয়ে চীন, রাশিয়া এবং ইরানের মধ্যে ১৪ মার্চ বেইজিংয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকের সভাপতিত্ব করবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওক্সু এবং এতে যোগ দেবেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ও ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাদি।

মুখপাত্র আরও জানিয়েছেন, এই তিন পক্ষ ইরানের পারমাণবিক ইস্যু এবং একে অপরের স্বার্থ সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবে।

সম্প্রতি, ইরান, রাশিয়া এবং চীন দক্ষিণ-পূর্ব ইরানের চাবাহার বন্দরের কাছে এক যৌথ নৌ মহড়া আয়োজন করেছে।

এছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বুধবার এক সাক্ষাৎকারে বলেছেন, রাশিয়া এবং তার অংশীদাররা ইরানের পারমাণবিক ইস্যুতে একটি যৌথ ব্যাপক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তিনি আরও বলেন, "ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদে আমেরিকানরা যে মূল পরিকল্পনা থেকে সরে এসেছিল আমরা তা পুনরুদ্ধারের পক্ষে রয়েছি।" ইউরোপীয় পক্ষ থেকেও কেউ কেউ এই বিষয়ে যোগাযোগ করেছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে