ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনা, বেনজিরসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

২০২৫ মার্চ ১২ ১৪:২৪:৩৪
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনা, বেনজিরসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডুয়া নিউজ: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের করা গণহত্যা মামলায় শেখ হাসিনা এবং বেনজির আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার এই পরোয়ানা জারি করা হয়।

এছাড়া এই মামলায় চারজন অভিযুক্ত, যারা বর্তমানে কারাগারে রয়েছেন, তাদেরকে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। অভিযুক্তরা হলেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।

অন্যদিকে গতকাল মঙ্গলবার সাভারের আশুলিয়ায় লাশ পুড়িয়ে মারার ঘটনায় ট্রাইব্যুনাল ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর নায়েক মো. সোহেল মিয়া গ্রেফতার হয়েছেন। আজ তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

প্রসিকিউশন পক্ষে আজ শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। চেয়ারম্যানসহ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম, মোহাম্মদ শহিদুল ইসলাম, তারেক আব্দুল্লাহ ও শাইখ মাহাদী।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে