ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

সিগারেটের ওপর কর বৃদ্ধি করেও ব্যবহার কমানো যায়নি: প্রেস সচিব

২০২৫ মার্চ ১২ ১৪:০১:৪৩
সিগারেটের ওপর কর বৃদ্ধি করেও ব্যবহার কমানো যায়নি: প্রেস সচিব

ডুয়া নিউজ: তামাকের ব্যবহার নিয়ন্ত্রণে কর বৃদ্ধির কৌশল ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (১২ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, গত ২০ বছর ধরে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) সিগারেটের ওপর কর বাড়ানোর জন্য চাপ দেওয়া হলেও এর কার্যকর ফলাফল পাওয়া যায়নি। কর বাড়ালেও তামাকের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমেনি।

হুট করে সিগারেট ব্যবহার বন্ধ করা সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, তামাকবিরোধী সংস্থাগুলো সামাজিক সচেতনতা বৃদ্ধি না করে এনবিআরকে ভ্যাট বাড়ানোর তাগিদ দিয়ে তামাক ব্যবহার কমানোর চেষ্টা করেছে; যা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

তামাকবিরোধী কার্যক্রমে সব সংস্থা ব্যর্থ হয়েছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশকে তামাকমুক্ত করতে নতুন ধারণা দরকার। এজন্য সবাই সচেতন থেকে দেশব্যাপী প্রচারণা চালাতে পারলে সিগারেট ব্যবহারে আমূল পরিবর্তন আসতে পারে।

উত্তম বিকল্প না ভেবে তামাক চাষিদের তামাক উৎপাদনে নিরুৎসাহিত করা সম্ভব নয় বলেও জানান শফিকুল আলম।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে