ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক যুক্তরাষ্ট্র, শীর্ষ ক্রেতা ইউরোপ ও মধ্যপ্রাচ্য

২০২৫ মার্চ ১২ ১৩:২৮:৫৭
বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক যুক্তরাষ্ট্র, শীর্ষ ক্রেতা ইউরোপ ও মধ্যপ্রাচ্য

ডুয়া নিউজ: বিশ্ববাজারে অস্ত্র রপ্তানিতে যুক্তরাষ্ট্র তার শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে ইউরোপীয় ন্যাটোভুক্ত দেশ ও মধ্যপ্রাচ্য প্রধান ক্রেতা হিসেবে উঠে এসেছে। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই)-এর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এসআইপিআরআই-এর তথ্যানুসারে, গত চার বছরে (২০২০-২০২৪) বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের অস্ত্র রপ্তানি ৩৫% থেকে বেড়ে ৪৩%-এ পৌঁছেছে। যা দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সের তুলনায় প্রায় চারগুণ বেশি এবং তৃতীয় থেকে নবম স্থানে থাকা দেশগুলোর সম্মিলিত রফতানির সমান।

অন্যদিকে গত পাঁচ বছরে যুক্তরাষ্ট্র ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে। এই সময়ে ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোর অস্ত্র আমদানি ৫২ শতাংশ থেকে বেড়ে ৬৪ শতাংশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে তাদের অস্ত্র আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ১০৫ শতাংশ।

গত ২০ বছরে মধ্যপ্রাচ্যকে পেছনে ফেলে ইউরোপ যুক্তরাষ্ট্রের অস্ত্রের প্রধান ক্রেতায় পরিণত হয়েছে। ২০২০-২০২৪ সালের মধ্যে ইউরোপে মার্কিন অস্ত্র রফতানি ৩৫ শতাংশ বৃদ্ধি পায়, যেখানে একই সময়ে মধ্যপ্রাচ্যে এই হার ছিল ৩৩ শতাংশ।

এসআইপিআরআইর গবেষক পিটার ওয়াইজম্যান জানান, ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো অস্ত্র আমদানির ওপর নির্ভরশীলতা কমানোর চেষ্টা করছে এবং নিজস্ব প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের অস্ত্র সরবরাহের সম্পর্ক এখনো দৃঢ়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে