ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

কাগজ সঙ্কটের কারণে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ

২০২৪ ডিসেম্বর ১৮ ১১:২২:২৬
কাগজ সঙ্কটের কারণে বিনামূল্যের পাঠ্যবই ছাপা বন্ধ

ডুয়া নিউজ: ২০২৫ সালের জন্য প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের ৪০ কোটি বই ছাপানোর লক্ষ্য থাকলেও কাগজের অভাবে বেশিরভাগ প্রেসে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সাথে যে সময়সূচী অনুযায়ী বই ছাপানোর সিদ্ধান্ত হয়েছে, সে অনুযায়ী তারা সমস্ত প্রস্তুতি নিয়েছেন। ইতোমধ্যে প্রাথমিক স্তরের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ৯ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার ৬৪৭ কপি বই ছাপানোর জন্য ৪১টি প্রেস চুক্তিভুক্ত হয়েছে।

তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বই ছাড়া অন্য ক্লাসের বই, বিশেষ করে চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর পাঠ্যবইয়ের ছাপা কার্যক্রম এখনও শুরু হয়নি। মাধ্যমিক স্তরের বইয়ের জন্য কিছু চুক্তি হলেও, বেশ কিছু প্রেস মালিক এখনও ছাপার কাজ শুরু করতে পারেনি।

সংশ্লিষ্টরা জানান, প্রাথমিকের বিনামূল্যের পাঠ্যবই ছাপাতে নির্দিষ্ট মানের কাগজের প্রয়োজন হয়। এই প্রয়োজনীয় কাগজ উৎপাদনে চারটি কাগজ মিল জড়িত থাকে। মিলগুলো হলো—তানাকা পেপার মিল, ফ্রেশ পেপার মিল, আম্বার পেপার মিল এবং লিপি পেপার মিল। বসুন্ধরা পেপার মিল কিছু সমস্যার কারণে সরবরাহ বন্ধ করে দিয়েছে।

কাগজ সংকটের ফলে পাঠ্যবইয়ের ছাপা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার শঙ্কা নিয়ে এনসিটিবি এবং শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। প্রেস মালিকরা উল্লেখ করেছেন, উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও কাগজের অভাবের কারণে তাদের কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত এই সংকটের সমাধান না হলে সময়মতো বই মুদ্রণ করা কঠিন হয়ে যাবে।

পাঠ্যবইয়ের মুদ্রণ কাজে জড়িত প্রেস মালিকেরা জানান, তারা বই ছাপার জন্য প্রস্তুত। কিন্তু কাগজ সংকটের ফলে উৎপাদন বন্ধ রয়েছে। কিছু প্রেস দিনে মাত্র দুই থেকে তিন ঘণ্টা কাজ করতে পারছে। তারা জানিয়েছেন, বই ছাপার জন্য সব প্রস্তুতি থাকা সত্ত্বেও কাগজের অভাবে কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।

এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সদস্য অধ্যাপক ড. রিয়াদ চৌধুরী বলেন, বইয়ের ছাপা কার্যক্রম একেবারে বন্ধ হয়নি, তবে কাগজ সংকট সত্যি। তারা দ্রুত সমস্যার সমাধান করতে চেষ্টা করছেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

স্কুল-কলেজ এর সর্বশেষ খবর

স্কুল-কলেজ - এর সব খবর



রে