ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে গঠিত হচ্ছে বিএএসএফ বাহিনী

২০২৫ মার্চ ১২ ১০:১৪:১৯
বিমানবন্দরের নিরাপত্তা বাড়াতে গঠিত হচ্ছে বিএএসএফ বাহিনী

ডুয়া নিউজ: দেশের সব বিমানবন্দরের সীমানা প্রাচীর ও রানওয়ে সংলগ্ন নিরাপত্তা কার্যক্রম জোরদারে বিশেষ বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নতুন এই বাহিনীর নাম হবে বাংলাদেশ এয়ারপোর্ট সিকিউরিটি ফোর্স (বিএএসএফ), যাতে বিমান, পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন সংস্থার ১০,৬৩২ জন সদস্য থাকবেন। এই বাহিনী গঠনে তিন ধাপে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯৭ কোটি টাকা।

বেবিচকের তত্ত্বাবধানে নিজস্ব এই সিকিউরিটি ফোর্স গঠনের লক্ষ্যে সম্প্রতি একটি আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আন্তর্জাতিক বিধি মেনে ক্রমবর্ধমান এভিয়েশন শিল্পের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমানে এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের মাধ্যমে বিমানবন্দরের টার্মিনাল নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে রানওয়ে, অ্যাপ্রোন ও অন্যান্য সংবেদনশীল স্থানের নিরাপত্তায় এই অস্থায়ী ব্যবস্থাগুলো যথেষ্ট কার্যকর নয়। ফলে বেবিচক নিজস্ব বাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

বেবিচক সূত্র জানায়, বিশ্বের অন্যান্য সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে। বাংলাদেশও সেই দৃষ্টান্ত অনুসরণ করে বিএএসএফ গঠন করছে। নতুন বাহিনী দেশি-বিদেশি এয়ারলাইন্স, পর্যটক, জনশক্তি রপ্তানি ও বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করবে।

বিএএসএফের মোট সদস্য সংখ্যা হবে ১০,৬৩২ জন, যার মধ্যে ৭০ শতাংশ সদস্য বিমানবাহিনী থেকে নেওয়া হবে। বাহিনীর প্রধান হবেন একজন এয়ার ভাইস মার্শাল বা এয়ার কমোডর পদমর্যাদার কর্মকর্তা, যিনি মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে থাকবেন চারজন অতিরিক্ত মহাপরিচালক এবং তিনজন পরিচালক।

বিভিন্ন বিমানবন্দরে জনবল বণ্টন করা হবে এভাবে:

  • শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর: ৫,১৬৭ জন
  • ওসমানী, শাহ আমানত ও কক্সবাজার বিমানবন্দর: ৯৫৯ জন করে মোট ২,৮৭৭ জন
  • যশোর, রাজশাহী, বরিশাল ও সৈয়দপুর বিমানবন্দর: ৫৬০ জন করে মোট ২,২৪০ জন

জনবল তিন ধাপে নিয়োগ দেওয়া হবে

প্রথম ধাপে: ৩,৮৯৪ জন

দ্বিতীয় ধাপে: ৩,৪০৭ জন

তৃতীয় ধাপে: ৩,৩৩১ জন

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, "বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করতে আমরা এই উদ্যোগ নিয়েছি। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরই বিএএসএফের কার্যক্রম শুরু হবে।"

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে