ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে

২০২৫ মার্চ ১২ ০৯:৫৫:৪৬
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে

ডুয়া নিউজ: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আগামী মাসেই এ সংক্রান্ত দুটি পৃথক প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করা হবে।

আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় গঠিত তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশনের সমন্বয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চিফ প্রসিকিউটর ও তদন্তকারী সংস্থার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তদন্ত প্রতিবেদন তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১৫ বছরে সরকারপ্রধান হিসেবে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগে শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার নির্দেশদাতা হিসেবেও তাঁকে অভিযুক্ত করা হচ্ছে। পৃথক দুটি তদন্ত প্রতিবেদন দ্রুত প্রসিকিউশন বিভাগে জমা দেওয়া হবে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পর ট্রাইব্যুনাল মামলাটি বিচারিক প্রক্রিয়ায় এগিয়ে নেবে। সংশ্লিষ্টরা বলছেন, এটি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম মামলার তদন্ত প্রতিবেদন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকাকালে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানবাধিকার লঙ্ঘনসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। ট্রাইব্যুনাল তাঁকে ‘সুপিরিয়র কমান্ড’ হিসেবে চিহ্নিত করছে।

তদন্ত প্রতিবেদনে ২০০৯-২০২৪ সময়কালের দুর্নীতি, বিচারবহির্ভূত হত্যা, গুম, নির্যাতনসহ বিভিন্ন অপরাধের তথ্য সংযুক্ত করা হয়েছে। বিশেষত, ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার জন্য প্রধান অভিযুক্ত করা হয়েছে শেখ হাসিনাকে। জাতিসংঘের মানবাধিকার প্রতিবেদনের পাশাপাশি দেশীয় মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর প্রতিবেদনও প্রমাণ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তদন্তে ৪০০ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করা হয়েছে, যেখানে বিভিন্ন হাসপাতাল, বিশ্ববিদ্যালয় ও গণমাধ্যমের তথ্য সংযোজন করা হয়েছে।

আদালতীয় প্রক্রিয়ার অংশ হিসেবে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং আগামী ১৮ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে। আসামি পলাতক থাকলে ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ ও পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, তদন্ত সংস্থা দ্রুত কাজ করছে এবং প্রতিবেদন শিগগিরই দাখিল করা হবে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে