ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

জিম্মি সেই ট্রেনের যাত্রীদের উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত

২০২৫ মার্চ ১১ ২১:৪৭:২৮
জিম্মি সেই ট্রেনের যাত্রীদের উদ্ধারে গিয়ে ২০ সেনা নিহত

ডুয়া ডেস্ক : পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ‘জাফর এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের যাত্রীদের জিম্মি করেছে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মির জঙ্গীরা। সর্বশেষ বিবৃতিতে তারা জানিয়েছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত ২০ সেনা নিহত হয়েছে। তারা দাবি করেছে, তাদের প্রতিরোধের মুখে স্থল সেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে আকাশ থেকে ড্রোন ও হেলিকপ্টার থেকে হামলা অব্যাহত আছে।

আজ মঙ্গলবার (১১ মার্চ), বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাচ্ছিল একটি ট্রেন। ওই সময় সশস্ত্র জঙ্গীরা ট্রেনটির উপর হামলা চালায় এবং ট্রেনের যাত্রীরা তাদের আক্রমণের শিকার হন। বেলুচ লিবারেশন আর্মি জানিয়েছে, তারা নারী, শিশু এবং বৃদ্ধদের মুক্তি দিয়েছে, কিন্তু বর্তমানে তাদের হাতে ১৮২ জন যাত্রী বন্দি রয়েছে। এদের মধ্যে সেনা, গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন জানিয়েছে, হামলার পর ওই এলাকায় জঙ্গি ও সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। উদ্ধারকারীদের পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তবে পাকিস্তানের সেনাবাহিনী বা নিরাপত্তা বাহিনী এখনো পর্যন্ত কোনও হতাহতের তথ্য প্রকাশ করেনি।

এদিকে পাকিস্তান সেনাবাহিনীকে উদ্ধার অভিযান বন্ধ করতে বেলুচ সন্ত্রাসীরা। তারা বলেছে, যদি ড্রোন/হেলিকপ্টার থেকে হামলা বন্ধ না করা হয় তাহলে এক ঘণ্টার মধ্যে সব জিম্মিকে হত্যা করা হবে।

এ ব্যাপারে জঙ্গি গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বেলুচ বলেছেন, “যদি পাকিস্তানের সেনাবাহিনী বা পুলিশ কোনো ধরনের অভিযান চালানোর চেষ্টা করে তাহলে ১০০ জনেরও বেশি জিম্মি সবাইকে হত্যা করা হবে।”

এর আগে এক বিবৃতিতে জিয়ান্দ বেলুচ বলেন, “যে কোনো ধরনের সামরিক অভিযানের জবাব সমান শক্তিতে দেওয়া হবে।” এছাড়া তিনি ট্রেনের যাত্রীদের জিম্মি করার তথ্য স্বীকার করেন।

বেলুচিস্তানের রেলওয়ে বিভাগের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বেলুচিস্তানের বোলান জেলার মুশকাফ এলাকায় ট্রেনটিতে হামলা হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পৌঁছেছেন, তবে পাহাড়ি অঞ্চল হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। তবে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেখানে একটি উদ্ধারকারী ট্রেন যাচ্ছে। এতে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন।'

সূত্র: রয়টার্স

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে